সীতাকুণ্ডে ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা শুরু
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ ও নির্বাচন শুরুর সম্ভাব্য হিসাব করলে ভোটের এখনও ১মাস বাকি থাকলেও এখন থেকেই প্রচারণা শুরু করে দিয়েছে চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীরা। ইউপি নির্বাচনকে সামনে রেখে পাড়া, মহল্লা, বাড়ি, হাটবাজার চায়ের দোকান ও রাজনৈতিক কার্যালয়গুলো এখনই সরগরম। সদ্য সমাপ্ত সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন শেষ না হতেই এখন উপজেলা জুড়ে বইছে ইউপি নির্বাচনী হাওয়া। যদিও এর মধ্যে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি) সিডিউল অনুযায়ী আগামী ১১নভেম্বর দেশে দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন ও রয়েছে।

এদিকে ১১নভেম্বর ইউপি নির্বাচন কে সামনে রেখে সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নে পুরনো ও সম্ভাব্য চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীদের সমর্থকরা ব্যানার, পোষ্টার লাগিয়ে জনসাধারণের দৃষ্টি কাড়ছেন।এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের পছন্দের ব্যক্তিকে সম্ভাব্য প্রার্থী হিসাবে জানান দিচ্ছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে অমুক ভাইকে চেয়ারম্যান হিসাবে দেখতে চাই এমন ব্যানারেও চেয়ে গেছে।কেউ কেউ মেজবানের আয়োজন করছেন, আবার কেউ কেউ সাংবাদিকদের সাথে মতবিনিময়েরও আয়োজন করছেন। সব মিলিয়ে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে আনন্দ বাড়ছে।

নিউজটি শেয়ার করুনঃ