৩৯নং ওয়ার্ডস্থ মাট্টাল্যা খাল ও নয়াহাট খালে নিরাপত্তা বেষ্টনি দেয়া হোক
হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
জনগণের কথা, ৩ অক্টোবর’২১ ৩৯নং দক্ষিন হালিশহর ওয়ার্ড (বন্দরটিলা) নতুন হাট ও আকমল আলী রোডস্থ মাট্টাল্যা খালে কোন প্রকার নিরাপত্তা বেষ্টনি নেই। খাল পারাপারের জন্য নেই কোন ব্রিজ-কালভাট কিংবা পুল বৃষ্টি কিংবা জোয়ারের পানি এলেই খাল এবং খাল সংলগ্ন রাস্তা হয়ে যায় একাকার, এ কারনে এই খালটি মৃত্যু ফাঁদে রুপান্তর হয়েছে। এর আগে একে খাঁন এলাকায় ইউএসটিসির শিক্ষক, ৩০ জুন চট্টগ্রাম নগরীর ষোল শহর এলাকার চশমা হিল খালে সিএনজি চালিত অটোরিক্সা উল্টে চালক সুলতান ও খাদিজা নামের ২জনের মৃত্যু, বহদ্দারহাট পুলিশ বক্সের পাশের খালে পড়ে ১ জনের মৃত্যু, ২৫ আগষ্ট মুরাদপুর মোড়ে জলাবদ্ধতার মধ্যে পা পিচলে খালে পড়ে গিয়ে নিখোঁজ হন সবজি ব্যবসায়ী সালেহ্ আহম্মদ ও আগ্রাবাদে নাছির ছড়া খালে পড়ে তলিয়ে যায় বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহেরীন মাহবুব সাদিয়া আর কত জনের মুত্যুতে টনক নড়বে কর্তৃপক্ষের।

ইতিমধ্যে নয়ারহাটেরে এই খালে ছোট বড় অনেক গাড়ি পড়ে দূর্ঘটনায় পতিত হবার সংবাদ ও পত্র পত্রিকায় ও সোস্যাল মিডিয়াতে প্রকাশ হলেও যথাযথ কর্তৃপক্ষের কোন নজরে পড়ছে না কেন বোধগম্য নহে। আবার একই ওয়ার্ডের মাট্টাল্যা খালের উপর একাধিক স্ল্যাব বা ছোট-ছোট ব্রিজ, পুল এবং ওয়াসার পাইপ দিয়ে পানি চলাচলের গতিপথ রোধ হলেও বর্তমানে হাজার হাজার জনসাধারণের অত্যন্ত জনগুরুত্ব রোডের পাশে পুরাতন খালটি একেবারে নিরাপত্তাহীন ভাবে উন্মুক্ত অবস্থায় রয়েছে।কর্তৃপক্ষের কাছে উক্ত এলাকাবাসীর আবেদন অতি দ্রুত এই খাল গুলোর নিরাপত্তা বেষ্টনী ও খালের উপরে স্ল্যাভ নির্মাণ করে এলাকাবাসীকে বড় কোন দূর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সহযোগিতা কামনা করছেন। মতামতের জন্য মিডিয়া কর্তৃপক্ষ কোন ভাবেই দায়ী নহে।

নিউজটি শেয়ার করুনঃ