গাছ হয়ে গেছি
প্রদীপ দত্ত
আমার সাথে যাদের দেখা হয়েছিল
তাদের অনেকেই বেচেঁ নেই,
কারও কারও মুক্তি মিলেছে,কারও মেলেনি
কেউ কেউ ঘাস হয়ে গেছে
কেউ বৃস্টির ফোটা হয়ে গেছে
কেউ তড়পাচ্ছে মরুভূমি হয়ে।
কারও কারও মানসিক বিকৃতি ঘটেছে
তারা বাসকরে মানসিক রোগ ইনস্টিটিউট এ
কেউ কল্পনার রঙ আনতে গেছে
রঙধনুর কাছে,আকঁবে প্রিয় কল্পনার ছবি
কেউ কেউ নদী হয়ে গেছে স্রোতে
ভেসে বেড়াবে বলে,
আমার কোথাও যাওয়া হয়নি!
এক জায়গায় রয়েছি বহুকাল
দেখছি ওদের বদলে যাওয়া।
আমি স্রেফ গাছ হয়ে গেছি।

 

দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ