জয়পুরহাট জেলা পুলিশের মাস্টার প্যারেড
প্রকাশঃ ৩ অক্টোবর ২০২১ | ১:০৬
জয়পুরহাট জেলা পুলিশের মাস্টার প্যারেড
বিশেষ প্রতিনিধিঃ
অদ্য ০৩-১০-২০২১ জয়পুরহাট পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। সকাল ০৮.০০ ঘটিকায় জেলা পুলিশ লাইনস মাঠে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা এর সালাম গ্রহনের মধ্যে দিয়ে মাস্টার প্যারেড শুরু হয়। প্যারেড অধিনায়ক মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) এর নেতৃত্বে জেলা পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত ০৮টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাধন গ্রহন করেন পুলিশ সুপার, জয়পুরহাট।
পরিদর্শনকালে মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মুল্যায়ণ করেন এবং চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন শেষে পুলিশ লাইনস-এ বিভিন্ন স্থান পরিদর্শন করেন ও দিক নির্দেশনা প্রদান করেন।