আ’লা হযরতের দেড় সহস্রাধিক গ্রন্থ ইসলামি জ্ঞান ভান্ডারকে করেছে সমৃদ্ধ

আন্জুমানে রযভীয়া তৌছিফিয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় হিজরি চতুর্দশ শতাব্দীর মহান সংস্কারক ইমাম আহমদ রেযা খান ব্রেলীর (রহ.) ১০৩ তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরসে আ’লা হযরত ও কুল শরীফে স্মারক আলোচনা ৩ অক্টোবর রবিবার বিকেলে চট্টগ্রাম মহানগরের পূর্ব নাসিরাবাদ খানকায়ে রযভীয়া তৌছিফিয়ায় (সিটি খানকা) অনুষ্ঠিত হয়। স্মারক আলোচনা সভায় সভাপতিত্ব করেন আন্জুমানের নির্বাহী চেয়ারম্যান আল্লামা কাজী সাদেকুর রহমান হাশেমী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা আজিজুল হক রেজভি। তিনি বলেন, আ’লা হযরত ইমাম আহমদ রেযা (রা:)’র মসলক বা দেখানো পথের পূর্ণাঙ্গ অনুসরণ আমাদেরকে কামিয়াব করবে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আল-আমিন বারিয়া মডেল কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আব্দুল আজিজ আনোয়ারী।

তিনি বলেন, আ’লা হযরত খোদা প্রদত্ত বিস্ময়কর প্রতিভার কারনে মুসলিম মিল্লাতকে নির্ভুল পথ নির্দেশনা দিয়েছেন। যা আজ বিশ্বব্যাপী মসলকে আ’লা হযরত নামে প্রসিদ্ধি লাভ করেছে ও সমাদৃত হয়েছে। পৃথিবীর নামকরা বিশ্ববিদ্যালয় গুলোতে আ’লা হযরতের উপর চলছে গভীর গবেষণা। আ’লা হযরতের দেড় সহস্রাধিক গ্রন্থ ইসলামি জ্ঞান ভান্ডারকে করেছে সমৃদ্ধ। আন্জুমানের দপ্তর সচিব এইচ.এম. নেজাম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আল্লামা ওবাইদুন নাছের নঈমী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহাসচিব সৈয়দ জহিরুল ইসলাম নাঈম। বক্তব্য রাখেন মাওলানা সোলায়মান রেজভি, মাওলানা শামসুল আলম নঈমী, মাওলানা এয়াছিন রেজভি, মুহাম্মদ নিজাম উদ্দীন, মহানগর আন্জুমানের সভাপতি মুহাম্মদ আলী, মাওলানা আবুল ফয়েজ, প্রফেসর নূরুল হুদা, মুহাম্মদ নাজিম উদ্দীন, মাওলানা হেলাল উদ্দীন, মুহাম্মদ আজম উদ্দীন, মাওলানা ইলিয়াছ রেজভি, মাওলানা মুহাম্মদ আলমগীর, মাওলানা লুৎফর রহমান, মুহাম্মদ জাহাঙ্গীর সিকদার, লোকমান আকবর চৌধুরী, হাফেজ সাখাওয়াত হোসাইন, ওমর ফারুক রেযা, আশেকে মুস্তফা দিদার, অসিয়র রযা নূরী মিয়া, মুহাম্মদ জিয়াউল হক, আরাফাত উল্লাহ, রায়হান রেযা, আবু আব্বাস, মুহাম্মদ এনামুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ