টুকরো টুকরো দেশ
প্রদীপ দত্ত
এরপরও আস্তে আস্তে
ভাসে মন ও মেঘ
আশারা রাত জাগে
হতাশার কাল পার হয়
কাল নদীর জল ও
হলুদ হুইস্কিতে ভেজান
শুদ্ধতা, বিশ্বাস ও রকমারী স্বপ্ন
আবার ঘন্টা বাজে স্কুলের
পাড়ার আম গাছ
পাখির বাসায় ছোট্ট চারা পাখি
দোয়েল ও কেঁচো
একটি অলিক সপ্ন
ইলিশের গন্ধ মাখা কাসার গ্লাস।
ভূমি জরিপ ও দস্যু
ঘোড়ায় চড়া বেদুইন
অথবা পূর্তগীজ জল দস্যু।
ভূমিহীন বস্তুিবাসী
শব্দের অপভ্রংশ জীবনেও।
বসতি থেকে বস্তুি।
ও স্বাধীনতার সপ্পে পাওয়া
এক টুকরো দেশ ও বস্তি।
১৪-০৮-১৭

দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ