সমুদ্র উপকূলে ভেসে এলো বিরল প্রজাতির মৃত ডলফিন
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূলে জোয়ারের পানিতে ভেসে এসেছে বিরল প্রজাতির একটি মৃত গাঙ্গেয় ডলফিন।রবিবার (৩অক্টোবর) সকালে উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় সমুদ্র উপকূলে জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসে। এর আগে গত ২০ আগস্ট উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের বগাচতর সমুদ্র উপকূলে একটি এবং ১৫ সেপ্টেম্বর ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের সমুদ্র উপকূলের বিভিন্ন স্থানে তিনটি মৃত ডলফিন জোয়ারের পানিতে ভেসে আসে।

এনিয়ে সীতাকুণ্ড উপজেলার সমুদ্র উপকূলে মোট পাঁচটি মৃত ডলফিন ভেসে এসেছে। স্থানীয় যুবক মানিক জানান, সকালে মাদামবিবিরহাট এলাকায় রহিম স্টিল শিপইয়ার্ডের পাশে জোয়ারের পানিতে মৃত ডলফিনটি ভেসে তীরে চলে আসে। আনুমানিক এটির ওজন ১৫৫কেজি এবং সাড়ে ৪ফিট লম্বা। জানা যায়, গঙ্গা নদীর দাঁতযুক্ত এ প্রজাতি ডলফিন যা প্ল্যানানিস্টিডি পরিবারে শ্রেণীবদ্ধ। এটি গঙ্গা এবং দক্ষিণ এশিয়ার সংশ্লিষ্ট নদীতে বসবাস করে। ধারণা করা হচ্ছে সমুদ্রে বড় কোন জাহাজের পাখার আঘাতে অথবা জেলেদের জালের সাথে আটকে ডলফিনটি মারা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ