চলাচলের রাস্তা কেটে প্রতিবন্ধকতা দুর্ভোগে শত শত শিক্ষার্থী ও স্থানীয়রা
বরিশাল প্রতিনিধিঃ
বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে জনসাধারণের চলাচলের গ্রামীণ রাস্তার মাটি কেটে প্রতিপক্ষ সৈয়দ মোফাজ্জল হোসেনের পুত্র সৈয়দ মোঃ মাহবুবুর রহমান। রাইস মিল, স’মিল, পোল্ট্রি ফার্ম ও মৎস্য খামারসহ বিভিন্ন ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে স্থানীয় জিন্নাত আলী মুন্সির পুত্র জাহাঙ্গীর মুন্সি ও হারুন মুন্সি। অভিযোগ সূত্রে জানা যায়, সৈয়দ মোঃ মাহবুবুর রহমান ১৯৭৩ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে উক্ত জমিতে দীর্ঘদিন রাইসমিল, সমিল, মুরগির ফার্ম ও মৎস্য খামার এর ব্যবসা করে আসছে। বিবাদী জাহাঙ্গীর মুন্সি গং ২০০৫ সালে ক্রয় সুত্রে কিছু জমির মালিক দাবি করে বিভিন্ন সময় আমার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করে আসছে। সকল অপচেষ্টা ব্যর্থ হয় গত ০৪ অক্টোবর সকাল আনুমানিক ১০ টার দিকে জাহাঙ্গীর মুন্সিগং আমার ব্যবসা প্রতিষ্ঠানের সংলগ্ন চলাচলের রাস্তার মাটি কাটা শুরু করলে। ভুক্তভোগী সৈয়দ মোহাম্মদ মাহবুবুর রহমান বাধা দিলে জাহাঙ্গীর মুন্সি গং তার উপর ক্ষিপ্ত হয় এবং মিথ্যা মামলা দেওয়াসহ প্রাণনাশের হুমকি দিয়ে মাটি কেটে রাস্তাটি কেটে ফেলে এলাকার লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। স্থানীয়রা জানায়, রাস্তাটি কেটে ফেলায় স্কুলগামী শত শত শিক্ষার্থীদের ও খয়রাবাদ বাজারে আসা লোকজনের অনেক সমস্যার সৃষ্টি হয়। তাই যাতে এই রাস্তাটি কাটা না হয় সে জন্য স্থানীয় মেম্বার চেয়ারম্যান ও প্রশাসনের দৃষ্টি কামনা করছে ভুক্তভোগী সৈয়দ মোঃ মাহবুবুর রহমান ও স্থানীয় সচেতন মহল। এ বিষয়ে বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দ্রুত এই পরিস্থিতির সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসী জানায় এই রাস্তা থেকে গারুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শত শত ছাত্র-ছাত্রীরা যাওয়া আসা করে এবং খয়রাবাদ বাজারের লোকজন আসা যাওয়া করে, খয়রাবাদ বাজার ব্রীজ সংলগ্ন থেকে খয়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ।

চলাচলের জন্য প্রায় ৩০-৪০ বছর আগে স্থানীয় ইউনিয়ন পরিষদের আওতায় মাটি কেটে রাস্তা নির্মাণ করা হয়। সেই থেকে ওই রাস্তা দিয়ে এলাকার লোকজন চলাচল করছেন। এলাকাবাসী জানায় একই গ্রামের সৈয়দ মোফাজ্জল হোসেনের পুত্র সৈয়দ হাবিবুর রহমানের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাস্তা কেটে চলাচল বন্ধ করে দেন। এখন এই পথে গাড়ি চলাচল করতে না পারায় সাধারণ মানুষের বিভিন্ন মালামাল আনা-নেয়ায় ভোগান্তি তৈরি হয়েছে। কখনো মাথায় আবার কখনো কাঁধে করে চলাচলকারীদের মালামাল বহন করতে হচ্ছে। ফলে অসহনীয় দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী। গ্রামের ভুক্তভোগী কয়েকজন জানান, প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্বে রাস্তা কেটে ফেলায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা চলাচল করতে পারছি না। ফলে বিভিন্ন মালামাল কাঁধে করে বহন করতে হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। ভুক্তভোগী সৈয়দ হাবিবুর রহমান বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও আমাদেরকে অবরুদ্ধ করে রাখার উদ্দেশ্যে রাস্তার মাটি কেটে ফেলা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত হারুন মুন্সি ও জাহাঙ্গীর মুরসির সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তাদের পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে দেখা হচ্ছে। কোন অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুনঃ