বিজিবির নিকট এক বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ
বিজিবির নিকট এক বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীর পাথরডুবি বিজিবির নিকট এক বাংলাদেশীকে হস্তান্তর করল ভারতীয় বিএসএফ। জানাগেছে ৪ অক্টোম্বর সোমবার বিকাল ৪ঃ২৫ ঘটিকার সময় আন্তর্জাতিক সীমানা পিলার ৯৬৫ এর ১০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশের সময় ভারতের ধরলা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা রুহুল আমিন(২৮) নামের এক বাংলাদেশীকে আটক করে। আটককৃত রুহুল আমিন খুলনা জেলার কয়রা থানার তেতুলতলার চর গ্রামের মোঃ ইসমাইল সরদারের পুত্র।
পরবর্তীতে রাতে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটককৃতকে পাথরডুবি বিজিবি ক্যাম্পের সুবেদার পরেশ চন্দ্র মন্ডল ও তার সঙ্গীয় ফোর্স এর নিকট হস্তান্তর করে।বিজিপি মামলা দায়ের পুর্বক আটককৃত ব্যক্তিকে ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করে। মামলা নং ০১ তারিখ ০৫/১০/২০২১। আজ ৫ অক্টোম্বর আটককৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ভূরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন এর সত্যতা স্বীকার করেছেন।