সৈয়দপুরে এলাকার উন্নয়ন করে যাচ্ছেন ছাত্রলীগ নেতা রানা
সৈয়দপুরে এলাকার উন্নয়ন করে যাচ্ছেন ছাত্রলীগ নেতা রানা
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
অর্থবিও সান সৌকাত সমৃদ্ধশালী হলেও জনসেবা ও নিজ এলাকায় উন্নয়ন সাধন করা সবার পক্ষে সম্ভব হয় না।এর জন্য থাকা চাই মানবিক গুণ, আন্তরিকতা এবং উদারতা।আর যার কাছে এসব গুণাগুণ বিদ্যমান আছে তার পক্ষেই এমন সব কাজের কাজই করা সম্ভম। তাছাড়া এসব গুণের অধিকারী মানুষ খুবই বিরল।অর্থ সম্পদে আর ক্ষমতায় বলিয়ান মানুষের অভাব নেই, অভাব আছে শুধু কাজের মানুষের। সবাই নিজ এলাকার মানুষের দুঃখ কষ্ট ও সমস্যা সমাধানে নিজ উদ্যোগে এগিয়ে আসেনা। এসব ক্ষেত্রে চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেধাবী ছাত্রনেতা, তরুণ সমাজের অহংকার বিশিষ্ট সমাজসেবক মেজবা উদ্দীন রানা অন্য আট দশ জনের চাইতে ব্যতিক্রম ও অন্যতম।বিগত কয়েক বছরে সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগনেতা মেজবা উদ্দীন রানা তার নিজ উদ্যোগে, ব্যক্তিগত অর্থায়নে স্থানীয় সংসদ সদস্য ও চট্রগ্রাম উওর জেলা আঃলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলমের সহযোগিতায় সমাজ সেবায় ও এলাকার সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য সংখ্যক অবদান রেখেছেন। যার দরুন ছাত্রলীগ নেতা মেজবা উদ্দীন রানা নিজ এলাকা সৈয়দপুর ইউনিয়নে ও নিজ উপজেলা সীতাকুণ্ডে অল্প বয়সে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত এবং ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন।
যেসব সামাজিক কর্মকাণ্ড অতি স্বল্প সময়ে তার দ্বারা সম্পাদিত হয়েছে তার মধ্যে রয়েছে, সৈয়দপুর ওয়ার্ড আঃলীগের কার্যালয় প্রতিষ্ঠা, তরুণ সমিতি সড়ক সংস্কার, শীত মৌসুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং কম্বল বিতরণ এলাকায় ব্রীজ, কালভার্ট অসংখ্য রাস্তা ও স্কুল, মাদরাসার ভবন নির্মাণ করেছেন। করোনা চলাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া কয়েক হাজার মানুষের মাঝে ত্রাণসামগ্রী এবং নগদ অর্থ দিয়ে গরীব অসহায় মানুষকে সাহযোগিতা করেছেন এবং নিজ মোটরসাইকেলে করে দিন নেই রাত নেই তার নিজ উদ্যোগে করোনা আক্রান্তদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দিয়ে অনেক প্রশংসিত হয়েছেন। নিজ অর্থায়নে সৈয়দপুর ইউনিয়নের স্কুল এবং মাদরাসার গরীব অসহায় ও এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন।এক কথায় সামাজিক কর্মকাণ্ডের দ্বারা এলাকার উন্নয়নে সৈয়দপুর ইউনিয়নের জনসাধারণের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতাই তার একমাত্র কাম্য।