মুজিববর্ষ সিজেকেএস প্রিমিয়ার-১ম বিভাগ দাবা লিগ শুরু হচ্ছে ৬ অক্টোবর
প্রকাশঃ ৫ অক্টোবর ২০২১ | ৩:২৮
মুজিববর্ষ সিজেকেএস প্রিমিয়ার-১ম বিভাগ দাবা লিগ শুরু হচ্ছে ৬ অক্টোবর
ক্রীড়া প্রতিবেদকঃ
মুজিববর্ষ সিজেকেএস প্রিমিয়ার-১ম বিভাগ দাবা লিগ ৬ অক্টোবর ২০২১শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে সিজেকেএস কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন দাবা সম্পাদক মিসেস তনিমা পারভীন। এসময় বাংলাদেশ দাবা ফেডারেশনের মহাসচিব সৈয়দ মোঃ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, হাফিজুর রহমান,
পুলিশ সুপার এস.এম রাশিদুল হক, সদস্য অহিদ সিরাজ স্বপন সহ দাবা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের লিগে প্রিমিয়ারে ৮টি এবং ১ম বিভাগে ৩৩টি টিম অংশ নিতে পারেন বলে দাবা সম্পাদক মিসেস তনিমা পারভীন জানিয়েছেন। ৬ অক্টোবর বিকেলে জিএমনেসিয়াম হলে ৭রাউন্ডের সুইজলীগ পদ্ধতিতে শুভ উদ্বোধন হবে।