মৎস্য অধিদপ্তরের অভিযানে ৫৫০কেজি ইলিশ জব্দ
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
৪অক্টোবর থেকে ২৫অক্টোবর ২২দিন ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।এসময় ইলিশ ধরা, পরিবহণ, মজুদ ও বিক্রি সমর্পূণ বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার প্রথম দিনে নিষেধাজ্ঞা অমাণ্য করে ইলিশ শিকারের সময় চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আনুমানিক ৫৫০কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে ও পরে মিলিয়ে মোট ১৫থেকে ১৭দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার উপযুক্ত সময়।এসময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুঁটে আসে।এসময়কে বিবেচনায় নিয়ে প্রতি বছরের মত এবছরও মোট ২২দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

এসময় ইলিশকে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতেই সরকার দেশের সব নদ-নদীতে ইলিশসহ সব ধরণের মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আর এ নিষেধাজ্ঞা অমাণ্য করে জেলেরা ইলিশ মাছ ধরতে যায় নদীতে।সোমবার (৪অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ এর নেতৃত্বে ও বাংলাদেশ কোস্টগার্ডের সহযোগিতায় উপজেলার কুমিরা থেকে ফৌজদারহাট পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অধিদপ্তর।জব্দকৃত ৫৫০কেজি ইলিশ মাছ উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিম খানা ও গরীব-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুনঃ