চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধ করতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধ করতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম রেলওয়ে থানা ও জেলা রেলওয়ের আয়োজনে মঙ্গলবার (৫অক্টোবর) সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী রেলওয়ে স্টেশনে উক্ত জন সচেতনতা মূলক প্রচারণা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ছাদে ভ্রমণ, মাদকদ্রব্য, চোরাচালান রোধ, সিগন্যালের তার কাটা থেকে বিরত থাকা এবং লেবেল ক্রসিং পারাপারে সতর্কভাবে চলাফেরায় জনসাধারণকে অনুরোধ জানানো হয়। ভাটিয়ারী ইউপি সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশের এসপি প্রকৌশলী হাসান চৌধুরী।

৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন, রেলওয়ে চট্টগ্রাম জেলার সার্কেল এএসপি মো. ইব্রাহিম, চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন, ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম, চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই কামরুল হাসান, ইউপি সদস্য নেজাম উদ্দিন, ইউনিয়ন যুবলীগ নেতা ফারুক আহমেদ, আ.লীগ নেতা মোঃ সোহেল, রতন দাশ, ৯নং ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ, ছাত্রলীগ নেতা আলতাফ মাহমুদ, রাশেদ, নাহিদুল ইসলাম আরমান প্রমুখ। এসপি প্রকৌশলী হাসান চৌধুরী বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ট্রেনের ছাদে, ইঞ্জিনে কিংবা বাফারে অবৈধ্যভাবে ভ্রমণ দন্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ করলে জেল, জরিমানা হয়। রেলওয়ের যাত্রীদের, এলাকার অধিকতর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে আরএনবিকে সহায়তা করার জন্য সকলকে আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুনঃ