পিছনের প্রশ্ন
বোরহান মেহেদী
পিছনের প্রশ্ন কি
কে খাচ্ছে গনতন্ত্রের ঘি
ভোটের আগে
সবি হচ্ছে
তৃণমুল জনতার ভাগে।
ভোটের শেষে
শালা বলে গালি
পাবলিক ভোটই দেয়নি।
পিছনের প্রশ্ন কি
কে পাচ্ছে সব ঠিকাদারি
কাজের আগে
লাভের অংক
উন্নয়ণে খরচ করা হবে।
টাকা এলে পকেটে
বাড়ে বাহাদুরি
কিনে ফেলে দামী গাড়ি।
পিছনের প্রশ্ন কি
নেতার পকেটে মৌমাছি
চাক ভর্তি মধু
মাল আর মাল
এখন চিনেনা গরীব বন্ধু।
পরনে পাঞ্জাবি
গলে চেইন
ধূয়া চিরে বলে ধূয়া খাবি।
পিছনের প্রশ্ন কি
চেয়ারের মেয়াদ শূন্য ছবি
বিনীত নীতি
ছিলাম-আছি
পাবলিকরা আমার সবি।
আবার সুযোগ চাই
চাই ভুলের মাফ
জয় দাও পুনরায়
ফিরিয়ে দিবো ইনসাফ।

রচনা : রাত্রিকাল ১১.৩০
৬/১০/২১ বুধবার।

নিউজটি শেয়ার করুনঃ