পানপর্ট্রিতে পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার এক
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপর্ট্রি ইউনিয়নের সতিরাম ২ নং ওয়ার্ড সেন্টার বাজার টু লঞ্চঘাট সড়কের বেল্লাল হাওলাদারের দোকানের সামনে থেকে বিতাল দত্ত (২৫), কে ২৫ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বিতাল দত্ত (২৫), গুপ্তের হাওলা ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত অমল দত্তের ছেলে। পুলিশ সুত্রে জানাগেছে, বুধবার (৬-অক্টোবর-২০২১) দুপুর ১ঃ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পানপট্টি সতিরাম ২ নং ওয়ার্ড সেন্টার বাজার টু লঞ্চঘাট সড়কের বেল্লাল হাওলাদারের দোকানের সন্মুখে পাকা রাস্তার উপর হতে

বিতাল দত্ত (২৫), পিতা-মৃত অমল দত্ত গ্রাম : গুপ্তের হাওলা ৯ নং ওয়ার্ড থানা:গলাচিপা জেলা: পটুয়াখালী এর দখল হইতে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। এবিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এর সুনিদৃষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুনঃ