পৌর নির্বাচনে মনোনয়ন সংগ্রহ
নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় গত বুধবার (২৯সেপ্টেম্বর) নির্বাচন কমিশন কর্তৃক লোহাগড়া পৌরসভার আগামী ২ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ার পর থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয়ে গেছে। সম্ভব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে দোয়া ও সমর্থন চাচ্ছেন। এদিকে লোহাগড়ার পৌর আওয়ামী লীগের কার্যলয় থেকে ৯ জন দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। লোহাগড়া পৌর আ‘লীগের সভাপতি লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন জানান, এ পর্যন্ত পৌর নির্বাচনে ৯ জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। তারা হলেন, লোহাগড়া উপজেলা আ‘লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারন সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, উপজেলা আ‘লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আশরাফুল আলম, জেলা আ‘লীগের সহ-সভাপতি আজাদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মুঞ্জুরুল করিম মুন, উপজেলা আ‘লীগের যুগ্ন সাধারন সম্পাদক লেঃ কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ, জেলা আ‘লীগের সদস্য মোসাঃ লিপি খানম, পৌর আ‘লীগের সদস্য সৈয়দ আকরাম আলী আখিদুল ও যুবলীগ নেতা মহসিন উদ্দিন।

এদিকে নড়াইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানান, বিএনপি কেন্দ্রীয় কমিটি স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করায়, আমরা লোহাগড়া পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে কোনো প্রার্থী দিচ্ছি না।
বাংলাদেশর ওয়ার্কাস পার্টি নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম জানান, লোহাগড়া পৌর ওয়ার্কয়াস পার্টির সভাপতি মইন হাসান কাজলকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
এছাড়াও সতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন রোজিয়া সুলতানা চামেলী।উল্লেখ্য, গত বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা করা হয়। আগামী ০২ নভেম্বর লোহাগড়া পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুনঃ