মুজিববর্ষ-সিজেকেএস দাবা লীগের উদ্বোধন
মুজিববর্ষ-সিজেকেএস দাবা লীগের উদ্বোধন
হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামে মুজিববর্ষ-সিজেকেএস দাবা লীগ’২০২১’র শুভ উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার ০৭অক্টোবর বিকেলে। যদিও বধুবার ০৭রাউন্ডের সুইজলীগের এই আসর শুরু হয়ে ছিল। এবারে প্রিমিয়ারে ৮টি এবং ১ম বিভাগে ৩২ক্লাব অংশ নিচ্ছে। যাতে সর্বমোট ২৯০জন দাবাড়ু বিভিন্ন ক্লাবের পক্ষে খেলছেন। এর মধ্যে প্রায় ৯০জন ইন্টারন্যাশনাল ফিদের রেটিং প্রাপ্ত।
জাকজমক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান। পুলিশ সুপার এস.এম রাসেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাবা ফেডারেশনের মহাসচিব সৈয়দ শাহাবুদ্দিন শামীম্। সিজেকেএস যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী. হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন দাবা সম্পাদক মিসেস তনিমা পারভীন, সদস্য-রাকিবুল ইসলাম সাচ্চু, এস,এম তারেক, আব্দুল আহাদ, নাছির উদ্দিন প্রমুখ। আগামী ১০অক্টোবর সমাপনী ও পুরস্কার বিতরণী সভা এম.এ আজিজ স্টেডিয়ামস্থ জিএমনেশিয়াম হলে সম্পন্ন হবে।