সীতাকুণ্ডের রাজনীতি এখন ইউপি নির্বাচনকে ঘিরে সরগরম
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। দলীয় প্রতীক নৌকা পেতে প্রস্তুতি হিসাবে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন নিশ্চিত করতে শুরু করেছেন দৌড়ঝাঁপ। একইভাবে দলীয় অশুকূল্য পেতে সংশ্লিষ্টরা দলের স্থানীয় নেতৃবৃন্দের কাছে লবিং তৎপরতা, তদবির চলছে।এসব প্রার্থীরা প্রত্যেকেই দলের বিভিন্ন দায়িত্বশীল পদে রয়েছেন। অনেকই দলীয় মনোনয়ন পেতে জেলা ও উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। স্থানীয় সরকারের সবচেয়ে বড় এই নির্বাচনের সার্বিক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন( ইসি)।

এদিকে দলীয় মনোনয়নের জন্য শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। স্থানীয় পর্যায়ে রাজনীতি এখন ইউপি নির্বাচন কে ঘিরে সরগরম।এদিকে ভোট গ্রহণের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে হিসাবে আগামী ১১নভেম্বর অন্যান্য উপজেলার ন্যায় চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। প্রত্যেক ইউনিয়নে আঃলীগের দলীয় একাধিক প্রার্থী রয়েছে। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি পুরুষ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদেরও তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা অনেকেই ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও সমাবেশে অংশ নিচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনে প্রার্থীতার জানান দিচ্ছেন তারা।সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোটারদের কাছে নিজেদের কে তুলে ধরার চেষ্টা করছেন।

নিউজটি শেয়ার করুনঃ