নারী পাচারকারী ৭৫টি বিয়েকরা কে এই মনির
বিশেষ প্রতিনিধিঃ
যশোর অঞ্চলে বাড়ি বহুনারী পাচারকারী ৭৫টি বিয়ে করা ব্যক্তি কে এই মনিরুল ইসলাম। ভয়েস অব বাংলা এক প্রতিবেদন, সূত্রে জানাযায়, মনিরুল ইসলাম মনিরের বাড়ি বাংলাদেশের যশোর জেলার অঞ্চলে, তিনি দরিদ্র মেয়েদের বিয়ে করে পাচার করায় তার পেশা সে এই পেশা হিসেবে এপর্যন্ত একে একে ৭৫টি বিয়ে করেছে। আর সব মেয়েকে পাচার করেছে ভারতে। সব মিলে এপযন্ত ২শ’ জন নারীকে ভারতে পাচারের কথা উল্লেখ করা হয়েছে। সম্প্রতি ভারতের গুজরাটের সুরাটে অভিযোগে গ্রেফতার হয়েছে বাংলাদেশি এযুবক। ভয়েস অব বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গ্রেফতার হওয়া যুবকের বাড়ি বাংলাদেশের যশোরে। এদিকে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর রীতিমতো হৈ চৈ পড়ে গেছে। কে এই মনির যশোরে কোথায় তার বাড়ি? এমন হাজার প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যশোরাঞ্চলের মানুষের মাঝে। এ রিপোর্ট লেখা পযন্ত মনিরের সঠিক ঠিকানা উদঘাটন করা সম্ভব হয়নি। এদিকে প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর পুলিশের বিশেষ তদন্ত শাখার সদস্যরা তাকে গ্রেফতার করেআটকের পর বুধবার তাকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর সব তথ্য পাচ্ছে পুলিশ। মনির স্বীকার করেছেন দরিদ্র মেয়েদর বিয়ে করে পাচার করাই  ছিলতার পেশা। মনির বিয়ে  করেছেন ৭৫টি নিজের বিয়ে  করা স্ত্রীদের অবৈধভ বে সীমান্ত পাড়ি দিয়ে নিয়ে যেতেনকলকাতায়। তারপর বিক্রি  করে দিতেন ভারতের বিভিন্ন  পতিতালয়ে।

ভারতীয় পুলিশ জানতে পারে বাংলাদেশের নারী পাচারের  সঙ্গে বিশাল একটি চক্র জড়িত রয়েছে। মনির তাদের একজন। পুলিশ গত ১১ মাসে ভারতের বিভিন্ন এলাকা থেকে ১১ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে। তাদের কাছ থেকে জানতে পেরেছে মনিরের নাম। এরপর মধ্য প্রদেশ পুলিশ মনিরের খোঁজে ১০ হাজাররুপি পুরস্কার ঘোষণা করে শেষ পর্যন্ত মনির আটক হলো। মনির পুলিশকে  বলেছে, দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে নারীদের ভারতে নেওয়া হত।পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রথম তাদের রাখা হতো। এরপর তাদের পাঠিয়ে দেওয়া হতোকলকাতা, ভোপাল, ইন্দোরসহ ভারতের বিভিন্ন স্থানে।

নিউজটি শেয়ার করুনঃ