মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
এরশাদ হোসেন বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১২ তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ অষ্টোবর ২০২১ বৃহস্পবার সকালে শহরের ভবের বাজার ট্রাক টার্মিনালে উক্ত সভায় আগামী ৬০দিনের মধ্যে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ঘোষনা দেয়া হয়। সভায় কার্যনির্বাহী কমিটি ৩০ সদস্য থেকে কমে ২১ সদস্য বিশিষ্ট করা হয়। এছাড়া মৃত শ্রমিকদের জন্য ৬০ হাজার টাকা অনুদান, শ্রমিকের মেয়ের বিয়ের জন্য ২০ হাজার টাকা, বয়স্ক শ্রমিকদের ভাতা, মেধাবী শিক্ষার্থীদের বই ক্রয়ের অনুদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে পাস করা হয়। এছাড়া নির্বাচন পরিচালনার জন্য কমিটির নেতাদের নাম ঘোষণা করা হয়। এতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মিটুল ও সামছুদ্দিন শেখ হেলালের পক্ষ থেকে তিনজন হাসিবুর রহমান বিলু, সাগর কুমার রায় ও মকবুল হোসেন মুকুল এবং সৈয়দ কবির আহম্মেদ মিঠু পক্ষ থেকে তিনজন আনোয়ার হোসেন, বাবু দীপক কুমার ও আব্দুল কুদ্দুসকে মনোনীত করা হয়েছে। এছাড়া সাইফুল ইসলাম পল্টুকে উভয় পক্ষের মনিটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে বগুড়া জিলা স্কুল মাঠ, আলতাফুনেচ্ছা খেলার মাঠ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন ফুটবল স্টেডিয়াম ও সেন্ট্রাল হাই স্কুল মাঠের প্রস্তাব করা হয় সভায়। সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মিটুল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরের সঞ্চালনায় সভায় সংগঠনের আয় ব্যয়ের রিপোর্ট পেশ করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল। প্রধান অতিথি শাজাহান খান এমপি বলেন, আমরা এরই মধ্যে পরিবহনে চাঁদাবাজি বন্ধ করেছি। সড়কে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না। যারা চাঁদাবাজি করবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজির জন্য কোনো শ্রমিক দায়ী হতে পারে না। কোনো ব্যক্তি যদি চাঁদাবাজি করে সে দায় তার, আমাদের কোনো দায় নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শ্রমিকদের কল্যাণে পদক্ষেপ নিয়েছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। করোনা কালে শ্রমিকদের সহায়তা দিয়েছেন। আন্দোলন সংগ্রামে আহত ও নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আমরা সবসময় মাঠে আছি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন, রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক রাজিয়া সুলতানা, মিজানুর রহমান, জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, শ্রমিক নেতা সৈয়দ কবির আহম্মেদ মিঠু, মান্নান মন্ডল, নিহাজুল ইসলাম মনা, কফিল উদ্দিন প্রমুখ।