ষড়যন্ত্রকারীরা আমাকে নিয়ে কৌশলে অপপ্রচার চালিয়েছে—মেয়র
ষড়যন্ত্রকারীরা আমাকে নিয়ে কৌশলে অপপ্রচার চালিয়েছে—মেয়র
গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও আমি যখন দেশের বাইরে ঠিক সেই সময়টা বেছে নিয়েছে ষড়যন্ত্রকারীরা। তারা আমাকে নিয়ে অপপ্রচার চালিয়েছে কৌশলে। তাই বলছি, কৌশলে মানুষের ক্ষতি না করে জনসেবা করুন। বৃহস্পতিবার দুপুরে সিটির ৩৪নং ওয়ার্ডের ছয়দানার হারিকেন এলাকার নিজ বাসভবনের হলরুমে মহানগর ঈমাম সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র জাহাঙ্গীর এসব কথা বলেন।
মেয়র বলেন, আমি আবারও বলছি, আমি কোনো অন্যায় করিনি। অন্যায়কে প্রশ্রয়ও দিইনি, ছাত্রলীগের রাজনীতি সময় রাজনৈতিক মামলায় জেলে গিয়েছি। কখনই জাতির পিতার আদর্শচ্যুত হয়নি। প্রতিহিংসাপরায়ণ হয়ে কাউকে মামলায় জড়াইনি। গাজীপুর সিটির উন্নয়নের কথা উল্লেখ করে মেয়র বলেন, মোটর সাইকেল নিয়ে নগরীর ৫৭ টি ওয়ার্ড ঘুরে দেখুন। তিন বছর আগের গাজীপুর মহানগরীর সঙ্গে মিল খুঁজে পাবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামকে শহরে রুপান্তরের রোল মডেল একমাত্র গাজীপুর সিটি করপোরেশনেই বিদ্যমান যা প্রতিপক্ষের ভালো লাগেনি। গাজীপুর সিটিকে শেখ হাসিনার স্বপ্নের নগরী গড়তে ভেদাভেদ ভুলে গিয়ে একসঙ্গে কাজ করার বিকল্প নাই। তিনি বলেন, মহানগরীর ৪০ লাখ নগরবাসীর প্রতিনিধি হিসেবে আমার বাড়ির গেট ২৪ ঘন্টা খোলা থাকে। এটা নজিরবিহীন, ভালো আছেন বিধায় বুঝেন না। কিন্তু খারাপ থাকলে ঠিকই মনে রাখতেন। মেয়র বলেন, নগরীর প্রায় ২৮শ’ মসজিদের ঈমাম খতিবকে মাসিক সম্মানি ভাতা দেওয়া হচ্ছে। এক সময় সব ঈমামদের বেতন সিটি করপোরেশন দেবে।
মেয়র আরও বলেন, ঈমামরা আমাদের নেতা। প্রতিটি মহল্লায় তাদের কথা এলাকাবাসী শোনেন। তাই সমাজ অবক্ষয়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে ঈমাম ও আলেমেরা কঠোর ভূমিকা নিতে পারবে। আলেম-ওলামদের দোয়া চেয়ে মেয়র বলেন, আপনাদের অছিলায় ছেলে মেয়েরা মানুষ হচ্ছে। সুন্দর ও আলোকিত সমাজ গড়তে আলেমদের বিকল্প নাই।