অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ
আবদুল মামুন, সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগ্রামে সীতাকুণ্ডে অনুমানিক (৩০) বছরের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৮অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারোগাহাট তাহের মন্জুর কলেজের পশ্চিমে বৈদ্দপুকুরের পূর্বপাশে, রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা এ নারীকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেছে দুষ্কৃতকারীরা। জানা যায়, স্থানীয় লোকজন সকালে রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নারীর লাশটি উদ্ধার করে।স্থানীয় প্রত্যক্ষদর্শী সৈকত হোসেন জানান, লাশের মাথায় ধারালো বস্তুর কোপের চিহ্ন রয়েছে ও ডান হাতের আঙ্গুল কাটা ছিল।

লাশের উদ্ধার্ঙ্গে বোরকার একটি ছোট অংশ ছাড়া আর কোন কাপড় ছিলনা।পুলিশ ঘটনাস্থলে থেকে একটি ছুরি উদ্ধার করে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি জানান লাশের মাথায় গভীর ক্ষত, পেট কেটে নাড়িভূড়ি বেরিয়ে এসেছিল এছাড়া ডান হাতের আঙ্গুলও কাটা ছিল। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুনঃ