র্যাবের অভিযানে চোলাই মদসহ শুক্কুর আলী আটক
র্যাবের অভিযানে চোলাই মদসহ শুক্কুর আলী আটক
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর ৪ নং ওয়ার্ড ফেরীঘাট এলাকা থেকে ১৫০লিটার চোলাই মদসহ শুক্কুর আলী (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৬) যশোর ক্যাম্প। ৭ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টায় ওই এলাকা থেকে তাকে আটক করে র্যাব।
আটকৃত শুক্কুর আলী নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের বৌ বাজার এলাকার মৃত-হেদায়েত বিহারীর ছেলে। এবিষয়ে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৪ ওয়ার্ডের ফেরীঘাটের নিকটস্থ ইউনিয়ন গোডাউনেরেল লাইনের দক্ষিণ পার্শ্বের বাবু এর একতলা টিনশেড পাকা দালানের মধ্যে পৌঁছামাত্র সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শুক্কুর আলীকে আটক করা হয়। এবং তার কাছে থাকা ১৫০লিটার চোলাই মদ এবং নগদ ২ হাজার ১শ’ ২৪ টাকা জব্দ করা হয়। তিনি আরো বলেন, আটক আসামিকে অভয়নগর থানায়হস্তান্তর করে মাদক আইনে মামলা দেয়া হয়েছে।