হাসপাতালে নবজাতককে ফেলে প্রেমিকের সাথে গৃহবধূ উধাও
বিশেষ প্রতিনিধিঃ
যশোর জেনারেল হাসপাতাল থেকে সদ্যোজাত সন্তানকে ফেলে প্রেমিকের সাথে পালিয়ে গেছেন এক গৃহবধূ। এই ঘটনাটি ঘটেছে যশোর জেনারেল হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাত ১২টা ৫১ মিনিটে মাগুরা শহরের স্টেডিয়ামপাড়ার ইব্রাহিমের স্ত্রী নিঝুম (২০) সন্তান জন্ম দিতে হাসপাতালে ভর্তি হয়, ভর্তি রেজি. নাম্বার ৯৪১৬১৪/০৪)।

পরের দিন বেলা একটার সময় অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি ছেলেশিশু জন্ম হয়। কিন্তু এর মাত্র ঘণ্টাখানেকের পর শিশুটিকে হাসপাতালে রেখে গৃহবধূ নিখোঁজ হয়। শিশুটি দুই দিন যশোর জেনারেল হাসপাতালের সেবিকাদের তত্ত্বাবধানে ছিল। কর্তৃপক্ষ তার স্বজনদের সন্ধান করতে থাকেন। একপর্যায়ে পুলিশের সহযোগিতায় শিশুটির নানা-নানির সন্ধান পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তাদের হাতে তুলে দেন শিশুটিকে। এবিষয়ে শিশুটির নানা শাহ আলম বলেন, গত ২০২০ সালের ৩মার্চ আমার মেয়ে নিঝুমকে ভোলা জেলা সদরের খয়েরতলা এলাকার, মুসা মিয়ার ছেলে ইব্রাহিমের সাথে বিয়ে দিই। বিয়ের পরে মেয়েকে নিয়ে ইব্রাহিম ঢাকায় থাকতো। কিছুদিন আগে মেয়ের সন্তান হবে সেই সূত্রে মাগুরা আমার বাড়ি আসে। কিন্তু মেয়ের সাথে কিভাবে যেন পরিচয় হয় শাহিন নামে এক যুবকের। এই শাহিন ফুঁসলিয়ে কৌশলে আমার মেয়েকে, যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আমার মেয়ের সন্তান জন্ম নেয়ার পর শাহিন তাকে নিয়ে পালিয়েছে। এক প্রশ্নে তিনি বলেন, শিশুটি সুস্থ আছে তবে কান্নাকাটি করছে। এবিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডাঃ আরিফ আহম্মেদ বলেন, শিশুটিকে পুলিশের মধ্যস্থতায় তার নানা শাহ আলম, নানি আসমা খাতুন ও শিশুর বাবা ইব্রাহিমের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার, অফিসার্স ইনচার্জ ওসি মোঃ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ