জন্ম জন্মান্তরে ছুটে চলা
প্রদীপ দত্ত
মাথার উপরে ঝাঁঝাঁ দুপুর
পিচের রাস্তা দিয়ে  দৌড়াচ্ছিলাম;
পেছনে যানজট,গাড়ির হর্ন
নগর সভ্যতা অভিশাপ হয়ে ধেয়ে আসে।
তারপর বদলাতে  থাকে দৃশ্যপট
পিচঢালা পথ শেষহয়ে যায় আকসাৎ
সেখানে ফুটে ওঠে নধর প্রকৃতি
সেখানে রাখালের ছুটোছুটি
ধবল গাইয়ের সাথে,
সুর সাধনায় রত থাকে কেউ কেউ
অগ্নীবিনা বাজিয়ে সুর তোলে কেউ কেউ
কাধে জাল নিয়ে ছুটে চলে জেলে
স্মিতহাস্যে কাচি হাতে হেটে যায় কৃষক
সামনে ফসল কাটার কাল
তারপর পৌষ পার্বন।
আমি হারাই সেথা ক্ষণে ক্ষণে জনমে জনমে।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা 

নিউজটি শেয়ার করুনঃ