অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ অক্টোবর (সোমবার) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে শুরু হয়। অনুষ্ঠিত সভায় অভয়নগর উপজেলায় শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ করা, ঝরেপড়া শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা, সাংবাদিক পরিচয়ে প্রতারণা বন্ধে ব্যবস্থা গ্রহন, যানজট নিরসন ও অবৈধ দখল উচ্ছেদে কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন বিষয়ের উপর সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আক্তার, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আরএমও ডাঃ আলিমুর রাজিব, সিনিয়র সৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এস এম ফারুক আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ মাসুদ তাজ প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুনঃ