কিশোর-কিশোরী ক্লাবের উদ্বোধন
ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কিশোর-কিশোরীদের সার্বিক উন্নয়নে ‘কিশোর-কিশোরী ক্লাব’ এর উদ্বোধন করা হয়েছে।সোমবার (১১অক্টোবর) দুপুরে ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়ায় সিরাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ঈশ্বরগঞ্জ পৌরসভা কিশোর-কিশোরী ক্লাব’ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ হাফিজা জেসমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিক্তা বেগম, ক্লাবের জেন্ডার প্রমোটর আল আমিনসহ আরও অনেকেই। উদ্বোধন শেষে গান এবং আবৃত্তির আয়োজন করা হয়। এ সময় সিরাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম বলেন, মাদকাসক্ত নিরাময়, শিশুশ্রম বন্ধ, শিশু অধিকার, বিবাহ নিবন্ধন, জন্ম নিবন্ধনসহ অনেক বিষয়ে সচেতনতা তৈরি করাই কিশোর-কিশোরী ক্লাবের উদ্দেশ্য। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিক্তা বেগম বলেন, উপজেলায় ১২টি ক্লাব গঠন করা হয়েছে। ক্লাবের শিক্ষার্থীদের গান এবং আবৃত্তি শেখানোর পাশাপাশি খেলাধুলার সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। মূলত শিক্ষার্থীদের সংস্কৃতিমনা হিসেবে প্রস্তুত করতেই ক্লাবটির কার্যক্রম।উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: হাফিজা জেসমিন বলেন, ক্লাবের মাধ্যমে সংস্কৃতি চর্চা করা যায়। এই চর্চা মানুষের বিকাশ ঘটাতে বেশ কার্যকর। তিনি বক্তৃতাকালে প্রত্যাশা করেন, এ ক্লাবের মাধ্যমে কিশোর- কিশোরীদের সঠিক বিকাশের মধ্য দিয়ে তারা সমাজের গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে।

 

নিউজটি শেয়ার করুনঃ