গাজীপুরের টঙ্গীতে ১০ কেজি গাঁজা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে ১০ কেজি গাঁজা সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সোমবার ১১ অক্টোবর মধ্যরাতে টঙ্গীর মধ্য আউচপাড়া মোল্লা বাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নুরনবী (২৭), রমজান সরদার(২২) সুমন মিয়া (২২)। পুলিশ দৈনিক নব দেশ বার্তা কে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার উপ পরিদর্শক আবুল কাশেম ও শুভ মন্ডলের নেতৃত্বে একটি অভিযানিক দল আউচপাড়া মোল্লা বাড়ি এলাকা থেকে তাদের আটক করে এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ টঙ্গী সহ আশেপাশের অঞ্চলে মাদক ব্যাবসা করে আসছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিধীন।

 

নিউজটি শেয়ার করুনঃ