শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাল বিতরণ
এরশাদ হোসেন,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১ অক্টোবর ২০২১ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে জি আর চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে চাল বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চাল বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ শামছুন্নাহার শিউলি, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিমাই ঘোষ, আওয়ামী লীগ নেতা সৈয়দ শামীম ইফতেখার, শিক্ষক অপরেশ বসাক প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস থেকে জানা যায় মোট ৮৮ টি পূজা মন্ডপে ৪৪ মেঃ টন জি আর চাল বরাদ্দ দেয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুনঃ