সহযোগী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সহযোগী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক সহযোগী পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকালে চিলমারী উচ্চ বিদ্যালয় সভাকক্ষে কেক কাঁটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলাপরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক ও চিলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিক ইকবাল লেলিনের সভাপতিত্বে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম হাবিব, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, যুগের খবর পত্রিকার সম্পাদক এস এম নুরুল আমিন, চিলমারী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু, ভাওয়াইয়া এক্সপ্রেস পত্রিকার সম্পাদক রিয়াদুল ইসলাম বাবু, প্রেসক্লাব চিলমারীর সভাপতি গোলাম মাহবুব, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, প্রমূখ। পত্রিকাটির নির্বাহী সম্পাদক সাওরাত হোসেন সোহেলের সঞ্চালনায় আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।