৬৫৪টি মন্ডপে শুরু হচ্ছে শারদীয় দূর্গাপূঁজা
নড়াইল ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
মহা ষষ্ঠী পূঁজার মাধ্যমে সারা দেশের ন্যায় নড়াইলেও শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা পূঁজা। নড়াইল জেলার তিনটি উপজেলায় দূর্গা পূঁজা ও কাত্যায়ণীসহ অন্যান্য পূঁজা মিলিয়ে মোট ৬৫৪টি পূঁজা মন্ডপে এ পূঁজা অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইল সদরে ৩শ’টি, লোহাগড়া উপজেলায় ১৮০টি এবং কালিয়া উপজেলায় ১৭৪টি মন্ডপে মোট ৬৫৪টি মন্ডপে দূর্গা পূঁজা ও কাত্যায়ণীসহ অন্যান্য পূঁজা অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে যে, প্রতিটি পূঁজা মন্ডপের জন্য সরকারিভাবে ৫শ’ কেজি করে চাউল বরাদ্ধ দেওয়া হয়েছে যার মোট পরিমান ৩২৭ মেট্রিক টন। এছাড়া হিন্দু কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে জেলার ৫৬টি পূঁজা মন্ডপে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৭৯ হাজার টাকা নগদ প্রদান করা হয়েছে। পূঁজা উপলক্ষে জেলার প্রতিটি পূঁজা মন্ডপসহ সর্বত্র ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুনঃ