র‌্যাবের অভিযানে ৪০কেজি গাঁজাসহ গ্রেফতার তিন
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্টগ্রামর সীতাকুণ্ড উপজেলার বাংলা বাজারস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অভিযান চালিয়ে ৪০কেজি গাঁজাসহ ৩জনকে আটক করেছে র‌্যাব-৭ চট্রগ্রাম। শুক্রবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার সময় এসব গাঁজাসহ তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃতরা হলেন, দিলীপ দে (৪৭), মোঃকাউসার (২৬) এবং মোঃ আশিকুর রহমান (২৫)।রবিবার (১০অক্টোবর) দুপুরে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রেরণের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার। তিনি জানান, গোপন তথ্য পেয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাংলা বাজারস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র‌্যাবের একটি টিম। এ সময় চেক পোস্টের দিকে আসা একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহ হলে সেটি থামানোর সংকেত দেন র‌্যাব সদস্যরা। এসময় কৌশলে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ৩জনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যমতে প্রাইভেটকার থেকে ১টি চটের এবং ২ টি প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ উক্ত প্রাইভেটকারটি জব্দ করা হয়।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিওে আটককৃত ব্যক্তিদেরকে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

 

নিউজটি শেয়ার করুনঃ