সুশাসন প্রতিষ্ঠায় কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
এফএনএফ (ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম) এর অর্থায়নে বিএনএনআরসি (বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন) ও রেডিও সাগর গিরি যৌথভাবে সুশাসন প্রতিষ্ঠায় জনগণের অংশগ্রহণের সামাজিক দায়বদ্ধতা শীর্ষক এক সেমিনারের আয়োজন করে।
সোমবার (১১অক্টোবর) সীতাকুণ্ড উপজেলা হল রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, সরকারী কর্মকর্তারা সাধারণ জনগণের দৌঁড়গোড়ায় সেবা পৌঁছে দিতে বাধ্য। এ লক্ষ্যে চাহিবামাত্র এ সংক্রান্ত যেকোন তথ্য জনগণকে সরবরাহ করতে হবে। তিনি বলেন, সরকারী অফিসে যেকোন সেবা পেতে দালাল ধরে যেন কেউ না আসে। এ বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে সবাইকে আহবান জানান।বক্তব্যে উপজেলা মহিলা আ.লীগের সভাপতি সুরাইয়া বাকের বলেন, সরকারী অফিসে যেতে সাধারণ জনগন ভয় পায়।এই ভয় কাটাতে হবে। জনগণ যাতে সরকারী সুযোগ-সুবিধা ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয় তা দেখার দায়িত্ব সরকারী কর্মকর্তাদের। অনুষ্ঠানের মডারেটর ভাটিয়ারী বিজয় স্বরণী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ, চট্রগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন্নেছা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুচ্ছোফা, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল আলম দুলাল, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাবেক সভাপতি এম সেকান্দার হোসেনসহ প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুনঃ