পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার ও পিবিআই পুলিশ সুপার
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার ও পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন। গত ১২ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় পুলিশের এ শীর্ষ দুই কর্মকর্তা, উপজেলা কালীবাড়ি পূজা মন্ডপ পরিদর্শনে এসে কালীবাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণুপদ দত্ত, সাধারণ সম্পাদক সুশান্ত কুমার শান্তসহ হিন্দু নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপন বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার সাংবাদিকসহ পূজারীদের উদ্দেশ্য বলেন, বারো মাসে তের পার্বণ কথাটি হিন্দু সম্প্রদায়ের জন্য প্রচলিত থাকলেও শারদীয় দূর্গা পূজা বেশি আনন্দ উৎসবের মাধ্যমে পালন করা হয়। এদেশে ধর্মীয় সম্প্রীতি ফুঠে ওঠে দূর্গাপূজাতে। যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চাই তারা সংখ্যা কম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিষয়ে সতর্ক রয়েছে। তিনি আরো বলেন, পাঁচদিন ব্যাপী শারদীয় দূর্গা উৎসব শান্তিপূর্ণ ভাবে পালনের সুবিধার্থে প্রতিটি পূজামন্ডপে পুলিশ অত্যন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে যাচ্ছে। পূজা মন্ডপে কোন অঘটন ঘটলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য প্রস্থুত রয়েছে। আমি ব্যক্তিগত ভাবে কোন অপ্রীতিকর ঘটনার আশংকা করছিনা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার শান্ত, অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এ কে এম শামীম হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুনঃ