ইউপি নির্বাচনে নৌকা প্রতিক প্রত্যাশী ৬২ জন
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার মোট ৮টি ইউনিয়ন সব কয়টি ইউনিয়নে মোট ৬২ জন নৌকা প্রতিক চেয়েছেন। সারাদেশে প্রথম ধাপের নির্বাচন শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের নির্বানী প্রচার প্রচারণা চলছে, বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন তৃতীয় ধাপের তফশিল ঘোষণা হবে বলে বিভিন্ন গণমাধ্যম খবরে চাউর হয়েছে। তারি ধারাবাহিকতায়, অভয়নগর উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন প্রাথীগণ ব্যাপক আলোচনা- সমালোচনার জের ধরে ইতিমধ্যে সম্ভাব্য প্রাথীরাও ছুটতে শুরু করেছেন,গ্রামে-পাড়া-মহল্লায়। সেই সাথে দলীয় প্রতিক পেতে শুরু করেছে দৌড়- ঝাপ। দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দদের থেকে শুরু করে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সাথেও লবিং শুরু করেছে কেউ কেউ। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রাথীদের মাঝে বেশি তোড়জোড় দেখা যাচ্ছে। এরি মাঝে অভয়নগর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়েন নৌকা প্রতিক চেয়ে আবেদন জমা দিয়েছেন অনেকে। যার সাথে যুক্ত করেছেন নিজেদের রাজনৈতিক আমলনামা। নির্ভরযোগ্য সূত্রে থেকে প্রাপ্ত তথ্য জানাগেছে। ১৩ অক্টোবর (বুধবার) সন্ধ্যা পযন্ত ৮ ইউনিয়নের নৌকা প্রতিক চেয়ে দলীয় কার্যালয়ে আবেদ জমা দিয়েছেন ৬২ জন। যারমধ্যে যাচাই-বাছায় করে ৮ ইউপিতে ৮জনকে নৌকা প্রতিক দিবেন বাংলাদে আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্রী জননেত্রী শেখ হাসিনা। এদিকে স্থানীয় দলীয় সূত্রে জানাগেছে, যাচাই-বাছাই শেষে জেলার শীর্ষ নেতৃবৃন্দের স্বাক্ষর নিয়ে প্রাথীদের তালিকা কেন্দ্রে পাঠানো হবে। অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন। এপযন্ত ৮ইউনিয়নের নৌকা প্রতিক চেয়ে যারা আবেদন করেছেন তারা হলেন। ১ নং প্রেমবাগ ইউনিয়ন, মোঃ মফিজ উদ্দিন,নাসির উদ্দীন,সাইদ আলম বাচ্চু,হাফিজুর রহমান,বাবুল আক্তার,আঃ রাজ্জাক,সৈয়দ আঃ হাকিম,মোঃ রবিউল ইসলাম মিলন। ২ নং সুন্দলী ইউনিয়ন, উজ্জ্বল বিশ্বাস, দীনেশ বিশ্বাস,পরিতোষ মল্লিক,বিকাশ মল্লিক, বিকাশ রায়,স্বপন সরকার,সমীরণ সরকার। ৩ নং চলশিয়া ইউনিয়ন, মনিরুল ইসলাম, জাকির তরফদার,মশিউর রহমান,নাদির মোল্লা,সানা আব্দুল মান্নান,বি এম আতিয়ার। ৪ নং পায়রা ইউনিয়নঃ মতিউর রহমান,রফিকুল ইসলাম বাবু,মোঃ আতিয়ার,বাপ্পী মন্ডল,হাফিজুর রহমান। ৫ নং শ্রীধরপুর ইউনিয়নঃ মোশারেফ তরফদার, নাসির ফারাজী, এ্যাডঃ নাসির উদ্দিন,মোঃ জিল্লুর রহমান,আঃ মান্নান, আব্দুল্লাহ শেখ। ৬ নং বাঘুটিয়া ইউনিয়নঃ তহমিনা বেগম,মল্লিক সওকত হোসেন,মোঃ জাহিদুর রহমান,অর্জুন সেন,মোঃ আতিয়ার রহমান,শাহীনুর রহমান,বাবুল আক্তার,সরদার জসীম উদ্দীন, আজিম উদ্দিন, মোর্শেদ আলম, আকরামুজ্জামান কুদ্দুস, ছলেমান হোসেন। ৭নং শুভরাড়া ইউনিয়নঃ এ্যাডঃ গোলাম নবী,ইদ্রিস মেম্বার,ফারুক খাঁন,হুমায়ুন কবীর নাদিম,মহির খাঁন,আলতাফ মল্লিক,নূর জালাল, রাজ্জাক বিশ্বাস,জাকির হোসেন বাচ্চু, গোলাম মস্তফা, মোঃ কামাল হোসেন,টিপু কাজী। ৮নং সিদ্দিপাশা ইউনিয়নঃ মাহবুব হোসেন,খাঁন এ কামাল, বি এম নজরুল ইসলাম,আঃ লতিফ,আবু জাফর,সৈয়দ শরিফুল ইসলাম।

 

নিউজটি শেয়ার করুনঃ