কাউন্সিলর প্রার্থী শাহাবুল ইসলামের সমর্থকের উপর হামলার অভিযোগ
কাউন্সিলর প্রার্থী শাহাবুল ইসলামের সমর্থকের উপর হামলার অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ
নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী শাহাবুল ইসলামের সমর্থক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী পৌরসভার ৪নং ওয়ার্ডের মাইটকুমড়া গ্রামের মোঃ শাকিল শেখের ছেলে মোঃ মোরসালিন (১৬) এর উপর হামলা করেছে দূর্বৃত্তরা। এ বিষয়ে মোরসালিন অভিযোগ করে বলেন, শনিবার ১৬ই অক্টোবর সন্ধ্যায় পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী শাহাবুল ইসলামের নির্বাচনী প্রচার প্রচারণা শেষে আমি নিজ রাড়িতে যায়, বাড়িতে এসে দেখি আমার ফোনে এমবি নেই, তখন আমি এমবি কার্ড কিনতে দোকান যায়, এমবি কার্ড কিনে বাড়ি ফেরার পথে কালনা গ্রামের মোঃ খোকা শেখের ছেলে মোঃ লাভলু শেখের নেতৃত্বে ৮ থেকে ১০ জন মুখোশধারী সন্ত্রাসী হকিস্টিক, রামদার গুড়ালী দিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করে।বর্তমানে মোরসালিন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।