মুসলিম জাতিকে ঐক্যের প্লাটফরমে জড়ো করার মাস রবিউল আউয়াল
মুসলিম জাতিকে ঐক্যের প্লাটফরমে জড়ো করার মাস রবিউল আউয়াল
হোসেন মিন্টুঃ
আজ পৃথিবীর মানুষ যেখানে এক পশলা শান্তির জন্য দিক বিদিক ছোটাছুটি করছে, শান্তি নামের অশান্ত কড়াইয়ে উত্তপ্ত অনলে দগ্ধ হচ্ছে প্রতি নিয়ত। সেখানে একমাত্র শান্তির অগ্রদুত প্রিয়নবী হযরত মুহাম্মদ (দ.) এর জীবনাদর্শই নিশ্চিত করতে পারে কাঙ্খিত শান্তি নামের শ্বেত কপোতটিকে। সমগ্র বিশ্বের অনৈক্যের রজ্জুয় দোদুল্যমান, মুসলিম জাতিকে ঐক্যের মজবুত প্লাটফরমে জড়ো করার দীপ্ত শপথ গ্রহণের মাস হলো মাহে রবিউল আউয়াল। তাই যথাযোগ্য মর্যাদায় এই মাসকে পালন করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। ১৫ অক্টোবর বিকালে হযরত সুলতান বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্ ময়দানে আন্জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় ঈদে মীলাদুন্নবী (দ.) উপলক্ষে আমীনে মিল্লাত ফকীহে বাঙ্গাল পীরে কামেল মুফতি আল্লামা শাহ্সূফী কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.) এর প্রতিষ্ঠিত সুন্নী সমাবেশের ৮ম দিবসে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আল্ আমীন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন ও সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ সাদেকুর রহমান হাশেমী (মু.জি.আ)। শাহ্জাদা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ আহম্মদ চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব হযরতুলহাজ্ব আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি, হযরতুলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ আশরাফুল ওয়াদুদ কাদেরী, শাহ্জাদা মাওলানা কাযী মুহাম্মদ আশেকুর রহমান হাশেমী, মাওলানা মুহাম্মদ সুলতানুল আলম আনছারী, মাওলানা হাফেজ শিব্বির আহমেদ ওসমানী, শাহজাদা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী, মাওলানা খলিলুর রহমান আলকাদেরী, মাওলানা শোয়াইবুল ইসলাম আল কাদেরী। বাদে আছর হতে নাতে রাসূল (দরুদ) পরিবেশন করেন আশেকানে মোস্তফা সাংস্কৃতিক পরিষদের শারেবৃন্দ। শেষে সালাম ছালাম, তাবারুক বিতরণ এবং বিশ্বে শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।