৩৯নং ওয়ার্ডে যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত
৩৯নং ওয়ার্ডে যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
বালাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে, গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে ৩৯নং ওয়ার্ডে আওয়ামী যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেল। প্রধান অতিথির বক্তব্যে কামরুল আহসান রাসেল সরকার বলেন, বিএনপি জামাতের পরিবারের কোন সদস্যকে যুবলীগের পদ দেওয়া হবেনা। যুবলীগ করতে হলে সুশিক্ষিত হতে হবে, মাদক মুক্ত হতে হবে, সন্ত্রাস মুক্ত হতে হবে বলেও জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, মোঃ সুমন আহমেদ শান্ত বাবু। আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সদস্য রাজিবুল হাসান রাজীব, মহানগর যুবলীগের আহবায়ক সদস্য ইকবাল মাস্টার, যুবলীগ নেতা শেখ হালিম, বেলায়াত হোসেন মোল্লা, যুবলীগ নেতা সাইফুল্লাহ আল মোক্তাদির নয়ন, ৩৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোশাররফ হোসেন সহ স্থানীর নেতাকর্মীরা।