অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই কোটি টাকার ক্ষতি
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে কাচা বাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাজারের প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।শনিবার(১৬অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার উত্তর বাজার কাচা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাটিয়ারী কাচা বাজারে একটি দোকান থেকে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। পরে বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়।খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিসের লোকজন সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন জানান, অগ্নিকাণ্ডে বাজারের তরকারী দোকান, মাছের আড়ৎ, মুদি দোকান, চায়ের দোকান, বেড-বালিশের দোকানসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে যায়। ধারণা করা হয়েছে কোন দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এব্যাপারে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফিরোজ হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে প্রায় ৩০টির মত ছোট বড় দোকান পুড়ে যায়।আগুন লাগার সুত্র তাৎক্ষণিক খুঁজে পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

 

নিউজটি শেয়ার করুনঃ