ফেসবুকে ধর্মীয় বিতর্কিত পোস্ট যুবক গ্রেফতার
নরসিংদ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় বিতর্কিত পোস্ট দেওয়ার ঘটনায় হৃদয় সরকার (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ১৫ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃত হৃদয় সরকার ঘোড়াশাল পৌর এলাকার বনিক পাড়ার তপন সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে হৃদয় সরকার নামে এক হিন্দু যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজ ফেসবুক আইডি ব্যবহার করে মূর্তির ছবি পোস্ট করে। তাতে সে লিখে, ‘পিকটা ভালো করে দেখ? কতগুলো মুসলিম ধর্মের (গালি) বাচ্চারা এ কাজ করেছে।’ মুসলিম ধর্মের অবমাননাকর এসব বক্তব্য থাকায় বিষয়টি নিয়ে স্থানীয় মুসল্লিদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় মুসল্লিরা বিক্ষুব্ধ হয়ে রাতেই বিক্ষোভ মিছিল বের করেন। এমন পরিস্থিতি টের পেয়ে হৃদয় সরকার তার নিজ ফেসবুক আইডি থেকে ওই পোস্ট মুছে ফেলে। পরে এ ঘটনার জন্য ভুল স্বীকার করে নতুন করে আরেকটি পোস্ট করে ক্ষমা চান। এ ঘটনায় স্থানীয়রা হৃদয় সরকারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পোস্টদাতা হৃদয় সরকারকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত যুবক জিজ্ঞাসাবাদে ওই পোস্ট করার কথা স্বীকার গেছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

 

নিউজটি শেয়ার করুনঃ