পথ চলা
প্রদীপ দত্ত 
সেবার অনেক শীত পড়েছিল
কনকনে শীতে কাঁপতে কাঁপতে
আমি গিয়েছিলাম।
ঝড় জলের রাত
তবু বলেছিলাম আমি আসব;
ঐদিন রাতে পুরো দেশে কার্ফু ছিল
তবু বলেছিলাম।
ঠিক পৌছে যাব।
সারারাত আকাশের চাঁদের দিকে
তাকিয়ে পথ চলেছি
আর বলেছি আমি আসছি।
একদিন শেষ গাড়িটিও মিস করেছিলাম
তবু, পৌচেছিলাম।
শেষ বার যখন পৌছোলাম
তুমি আগে ভাগেই জানতে আসছি
আমি পৌছে দেখি তোমার মনের
ঘরে তালা পড়ে গেছে।
তারপর বহুদিন কেটে গেছে
আর ওভাবে কখনও তারা
হাতে নিয়ে ছুটিনি মরীচিকার পিছে
আজ আমার আর ছোটার প্রয়োজন নেই,
আমি নিজেই পথ হয়ে গেছি।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ