জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলর ৫৮ তম জন্মদিন পালিত
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকীতে রাসেল দিবস উদযাপন উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক খন্দকার রিজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি শেখ আজমল হোসাইন। উক্ত সেমিনার ও আলোচনা সভায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুসাব্বেরুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা, জেলা শিশু কর্মকর্তা, জেলা কালচারাল অফিস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা স্বাস্থ্য বিধি মেনে অংশ নেয়। সভায় কেক কাটা সহ শেখ রাসেলের স্মৃতিকে স্মরণ করে তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা এবং একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ৩৪ টি ল্যাপটপ ও রাসেল দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এর আগে জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক এতে নেতৃত্ব দেন। এছাড়াও জেলার অন্যান্য স্থানেও দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছ।

 

নিউজটি শেয়ার করুনঃ