১৩৫০পিস ইয়াবাসহ গ্রেফতার তিন
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)’র পৃথক অভিযানে ১৩৫০ পিস ইয়াবাসহ ০৩ জন কে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোয়েন্দা ডিবি পুলিশ সূত্রে জানায় রবিবার ১৭ অক্টোবর বিকেলে আনুমানিক ১৬ঃ২০ মিনিটে টঙ্গী পশ্চিম থানাধীন উত্তর আউচপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আবুল হোসেন (৩৮) এবং মোসাঃ নয়ন বেগম (৩৫) কে মোট ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে আরেকটি অভিযান চালিয়ে আনুমানিক রাত ২১ঃ১০ মিনিটে ৮০০পিস ইয়াবাসহ মোঃ হাফিজ উদ্দিন (৫৫) কে বাসন থানাধীন ভোগড়া চৌরাস্তা এলাকায় থেকে গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ টঙ্গী সহ আশেপাশের অঞ্চলে মাদক ব্যাবসা করে আসছিল তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম ও বাসান থানায় পৃথক মামলা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুনঃ