নওগাঁয় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও শোভাযাত্রা
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও শোভাযাত্রা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আ’লীগ কার্যালয় হতে ব্যানার ফেস্টুন নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়। এসময় বিভিন্ন মোড়ে থেমে থেমে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ করা হয়। এর আগে আ’লীগ পরিবারের সদস্যরা দলে দলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে জমায়েত হন। সমাবেশে আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী প্রামানিক, সহসভাপতি এবাদুর রহমান প্রামানিক, চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ন সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, যুবলীগ সভাপতি শেখ হাফিজুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক রাফিউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, সম্পাদক হুমায়ন কবির সোহাগ, আওয়ামী সমর্থিত চেয়ারম্যান বর্গ, আ’লীগ পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। সমাবেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে আ’লীগ পরিবারের সদস্যরা মাঠে থাকার ঘোষণা দেন।

 

নিউজটি শেয়ার করুনঃ