আল্লাহ রাসূলের নির্দেশিত পথে রয়েছে সুখ শান্তি ও অগ্রগতি
হোসেন মিন্টুঃ
আল্লাহ ও রাসূল (দ.) এর সন্তুষ্টির মধ্যে নিহীত আছে মানবতার শান্তি ও উন্নতি। আত্মশুদ্ধির মাধ্যমে দিনের খেদমত সম্পর্কে গুরুত্বারোপ। আল্লাহ রাসূলের নির্দেশিত পথে রয়েছে সুখ শান্তি ও অগ্রগতি। বর্তমানে ইসলামের নামে বাতিল ফেরকাসমূহ থেকে নিজের জানমাল ও ঈমান আক্বিদাকে হেফাজত করার আহ্বান। ১৮ অক্টোবর মঙ্গলবার, নগরীর হালিশহর কে-ব্লক কর্ণফুলী আবাসিকস্থ শেখ হাউসে বিশ্ব মানবতার মুক্তির কান্ডারী হযরত মুহাম্মদ মুস্তাফা (দঃ) এই ধরনীতে শুভাগমণ উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে দরবারে কাদেরিয়া আলিয়া ছিরিকোট শরীফের অন্যতম সাজ্জাদানশীন আওলাদে রাসুল (দ.) পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাঃজিঃআঃ) এ অভিমত ব্যক্ত করেন। এতে বিশেষ মেহমান ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফী মুহাম্মদ মিজানুর রহমান, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দীন বখতিয়ার। উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্ট সদস্য ও গাউসিয়া কমিটি মহানগরীর সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শেখ আহমদ, গাউসিয়া কমিটির চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবদুল্লাহ, মুনির উদ্দীন সোহেল, মুহাম্মদ মহিউদ্দীন, আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব আলমগীর ইসলাম বঈদী, শেখ টিউব মিলস লিঃ এর পরিচালক শেখ মুহাম্মদ সাঈদুল হক, শেখ মুহাম্মদ জিয়া, নুর মুহাম্মদ, শহিদুল ইসলাম, মুহাম্মদ সাজ্জাদ প্রমুখ। শেষে পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মজিআ) কে গাউসিয়া কমিটি কর্ণফুলী শাখা ও আল হাসনাইন মোমেরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

নিউজটি শেয়ার করুনঃ