ইউপি নির্বাচনে ৪৭১ জনের মনোনয়ন পত্র জমা
এরশাদ হোসেন,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরের ৯ টি ইউনিয়নের নির্বাচনে ৪৭১ জন মনোনয়ন দাখিল করেছেন। ১৭ অক্টোবর রবিবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে এদের চেয়ারম্যান পদে ৪৩, সদস্য পদে সাধারণ সদস্য ৩২০ ও সংরক্ষিত সদস্য ১০৮ মনোনয়ন জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে শেরপুরের কুসুম্বী ইউনিয়ন থেকে চেয়রম্যান পদে আওয়ামীলীগের ১জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১, জাসদ ১, স্বতন্ত্র ২, সাধারণ সদস্য ৩৩, সংরক্ষিত ৯, খামারকান্দি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ১, স্বতন্ত্র ২, সাধারণ সদস্য ৩৪, সংরক্ষিত ১১, খানপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে ১, স্বতন্ত্র ২, সাধারণ সদস্য ২৭, সংরক্ষিত ১১, সুঘাট ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ১, স্বতন্ত্র ৩, সাধারণ সদস্য ৪২, সংরক্ষিত ১২, মির্জাপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ১, ইসলামী আন্দেলন ১, স্বতন্ত্র ৩, সাধারণ সদস্য ২৯, সংরক্ষিত ১৫, বিশালপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ১, জাকের পার্টি ১, ইসলামী আন্দোলন ১, স্বতন্ত্র ৩ , সাধারণ সদস্য ২৯, সংরক্ষিত ৯, ভবানীপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ১, জাকের পার্টি ১, ইসলামী আন্দোলন ১, স্বতন্ত্র ২, সাধারণ সদস্য ৪০, সংরক্ষিত ১৪, সিমাবাড়ী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে, আওয়ামীলীগ ১, জাকের পার্টি ১, ইসলামী আন্দোলন ১স্বতন্ত্র ১, সাধারণ সদস্য ৪২, সংরক্ষিত ১৩, শাহবন্দেগী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ১, জাকির পার্টি ১, ইসলামী আন্দোলন ১, স্বতন্ত্র ৫, সাধারণ সদস্য ৪১, সংরক্ষিত সদস্য ১৪ জন প্রার্থী মানোনয়ন জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে উৎসব মুখর পরিবেশে সবাই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ২১ অক্টোবর বৃহস্পতিবার মনোনয়ন বাছাই, ২৬ অক্টোবর মঙ্গলবার প্রতীক বরাদ্দ এবং ১১ নভেম্বর বৃহস্পতিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

 

নিউজটি শেয়ার করুনঃ