ঈদ-ই-মিল্লাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। বাংলাদেশে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পরিচিত। সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। দিনটি উদযাপন উপলক্ষে সরকারি ছুটির দিন ধার্য করা হয়েছে ২০ ই অক্টোবর। পবিত্র ঈদ-ই- মিল্লাদুন্নবী উপলক্ষে নওগাঁ জেলার সেকপাড়া জামেমসজিদে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দীন প্রভাষক উল্লাসপুর মাদ্রাসা, সাংবাদিক হাফেজ মোঃ ফিরোজ হোসাইন ও অন্নান্ন উলামায়ে কেরামগন৷

 

নিউজটি শেয়ার করুনঃ