চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী(সা:) উদযাপনে জশনে জুলুশ সম্পন্ন                                                  হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামে পবিত্র মিলাদুন্নবী(সা:) উদযাপনে হযরতুল আল্লামা পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ:) এর নেতৃত্বে জশনে জুলুশ ষোলশহরস্থ জামেয়া আহম্মদীয়া-সুন্নিয়া মাদ্রাসা ময়দান থেকে শুরু হয়। ২০অক্টোবর, বুধবার, (১৪৪৩-হিজরী, ১২ই রবিউল আউয়াল), বাংলা-০৪কার্তিক ১৪২৮বঙ্গাব্দ, সকাল পৌণে ৭টায় থেকে জশনে জুলুশ তথা বর্ণাঢ্য র্যালী সূচনা কল্পে আন্জুমানে-রহমানিয়া সুন্নিয়া ট্রাষ্টের ব্যবস্থাপনায়ে জুলুশটি নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষীণ করে দুপুরে মাদ্রাসা ময়দানে বিশাল ইসলামী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (এম পি)। এসময় জুলুশ উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিজ্ঞ আলেম-ওলামা মাশায়েক এবং সুন্নীয়তের গাউছিয়া কমিটির জেলা-নগর, থানা শাখার নেতৃবৃন্দ স্বাগত বয়ান করেন। শেষে হযরতুল আল্লামা পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ:) দেশ-জাতির তথা মুসসিল জাহানের শান্তি কামনা করে ও বিশ্বময় ”করোনাভাইরাস” থেকে সকল কে রক্ষায় মহান রাব্বুল-আলামিনের দরবারে দোয়া কামনায় বিশেষ মুনাজাত সম্পন্ন করেন। এদিকে গাউছিয়া কমিটি মহানগর সূত্রে জানাই এবারও ”করোনাভাইরাস”এর কারণে জুলুশ (র্যালী) সীমিত পরিসরে করে সম্পন্ন করা হয়েছে বলে জানান।

 

নিউজটি শেয়ার করুনঃ