নড়াইলে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ
ভ্রাম্যমাণ প্রতিনিধি নড়াইলঃ
প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল থেকে নড়াইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিন্দু ধর্মীয় কল্যান ট্র্যাস্ট, ধর্ম মন্ত্রনালয়, নড়াইলের আয়োজনে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সদও উপজেলায় ৩২, লোহাগড়া উপজেলায় ১৩ এবং কালিয়া উপজেলায় ১১টি মোট ৫৬ টি মন্দির কমিটির প্রতিনিধিদের মাঝে দুই লাখ সাতষট্টি হাজার টাকার চেক বিতরণ করেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবাশীষ চৌধুরী এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা পুজাঁ উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট, নড়াইলের উপ-পরিচালক দেবাশীষ বাইন প্রমুখ। জানা গেছে, ৫৬টি মন্দিরের মধ্যে ১৩টি মন্দিরে ৪ হাজার এবং অপর ৪৩টি মন্দিরে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুনঃ