সম্প্রীতি বজায় রাখতে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান লোহাগড়া থানা পুলিশের
নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় সম্প্রীতি বজায় রাখতে সকলে মিলেমিশে কাজ করার আহ্বানে লোহাগড়া থানা পুলিশের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল চারটায় লোহাগড়া থানার হলরুমে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলনের সভাপতিত্বে ও ইন্সপেক্টর (তদন্ত) হরিদাস রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা। মত বিনিময় সভায় ইমাম পরিষদের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু- বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা এস এম হায়াতুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরীক্ষিত শিকদার, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ লোহাগড়া উপজেলা শাখার আহ্বায়ক মৃত্যুঞ্জয় দাস, মোজাম খান, সাংবাদিক বিপ্লব রহমানসহ প্রমূখ। সভা থেকে সম্প্রীতি বজায় রাখতে সকলে মিলেমিশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

নিউজটি শেয়ার করুনঃ